একলা আকাশ
MD Nazmul HV
আমার একলা আকাশ আজ যে বড়
মেঘলা হয়ে আছে,
সেই আকাশের নিচে বসে দুলছি বাতাসে।
আমিও তো চাই কেউ অনেক কাছে আসে
কাছে এসে আমার, গা-টা ঘেষে বসে
পাশে বসে আমায় কেবল যাবে ভালোবেসে।
বিপদে আমাকে নির্ভয় যাগাবে
বলবে চিন্তা আর করো না
আমি আছি তোমার পাশে,
দেখবে চিন্তা সব ভুলিয়ে দিব আরো ভালোবেসে।
সূখ দুঃখের অনুভূতি আমার কাছে মৃত
আজ এক অবনীর অপেক্ষায় আমি অপেক্ষাকৃত।
আমার চাওয়া-পাওয়ার আর কি-ই-বা আছে,
সব কিছু খুঁজে পাই এই নির্জনতাতে।
বলতে থাকি নানান কথা, প্রকৃতির সাথে।
আমার একলা আকাশ মেঘলা হয়ে আছে
সেই আকাশের নিচে বসে দুলছি বাতাসে।
#zirusbd #mdnazmulhv #love

Comments
Post a Comment