Posts

Showing posts from 2019

ভালোবাসবে কি? by MD Nazmul HV

Image
ভালোবাসবে কি? মো নাজমুল হাসান ভূইয়া হায় আমার কল্পনাগুলো এসে আমার মনে আলপনা এঁকে যায়। হায় আমার সব স্বপ্ন গুলো কেমন যেন অগোছালো। তুমি কাছে থাকলে, পাশে এসে বসলে  সব কেমন করে যেন, ঠিক হয়ে যায়।  তোমায় আমি তাইতো  এতো ভালোবাসি হায়,  কাছে রেখে শুধু তোমায় ভালোবাসতে চাই। তোমার কেশ কালো ঐ চুল তোমার রুপালি কানের দুল, সব মিলিয়ে পাগল করেছো আমায়, বলনা কেমন করে খুশি করব তোমায়  একটু-আদ্দুতো ভালোবাসো, আচ্ছা ভালোবাসবে কি আমায়? হায় আমারে কল্পনাগুলো এসে আমার মনে আলপনা এঁকে যায়। মন চায় শুধু তোমাতে মিশে যাই, সব বিপদে যেন তোমার পাশে থাকি হায়। মনের অগোছালো, মনভোলানো সপ্নগুলো, শুধু তোমাকে পাশে রাখতে চায়, তারা তোমায় নিয়ে একসাথে থাকতে চায়। হায় আমার সব স্বপ্ন গুলো কেমন যেন অগোছালো, তুমি এসে ভালোবেসে তাদের একটু গুছিয়ে দিবে কি? বলনা, আমায় একটু ভালোবাসবে কি? তুমি আমার জীবন্তিকা হবে কি?  Instagram
Image
একলা আকাশ    MD Nazmul HV  আমার একলা আকাশ আজ যে বড় মেঘলা হয়ে আছে, সেই আকাশের নিচে বসে দুলছি বাতাসে।  আমিও তো চাই কেউ অনেক কাছে আসে  কাছে এসে আমার, গা-টা  ঘেষে বসে পাশে বসে আমায় কেবল যাবে ভালোবেসে। বিপদে আমাকে নির্ভয় যাগাবে  বলবে  চিন্তা আর করো না আমি আছি তোমার পাশে, দেখবে চিন্তা সব ভুলিয়ে  দিব আরো ভালোবেসে। সূখ দুঃখের অনুভূতি আমার কাছে মৃত আজ এক অবনীর অপেক্ষায় আমি অপেক্ষাকৃত।  আমার চাওয়া-পাওয়ার আর কি-ই-বা আছে, সব কিছু খুঁজে পাই এই নির্জনতাতে। বলতে থাকি নানান কথা, প্রকৃতির সাথে। আমার একলা আকাশ মেঘলা হয়ে আছে সেই আকাশের নিচে বসে দুলছি বাতাসে। #zirusbd #mdnazmulhv #love

সাহিত্য জগতে লিখালিখির যাত্রা শুরু করবেন ? by MD Nazmul HV

Image
সাহিত্য জগতে লিখালিখির যাত্রা শুরু করবেন ? "লিখবেন? কী লিখবেন? কি নিয়ে লিখবেন? কেন লিখবেন? লিখতে পারবেন তো? লেখালেখির নিয়ম জানান? বানান পারেন ? লেখায় ছন্দের জাদু মিশাতে পারবেন ? ছন্দটা কি জানেন? কোনটা গানের ছন্দ আর কোনটা কাব্যের সেটা বুঝেন? গদ্য আর পদ্যের পার্থক্য জানেন? সাদু - চলিত বুঝেন? ব্যাকারনের কিছু জানেন? অন্য ভাষার সাথে গুলিয়ে ফেলবেন না তো? নাকি শুধু পড়বেন আর মজা নিবেন? তবে কি পড়বেন? কিসে মজা পাবেন? কেন মজা পাবেন? অন্যটাতে মজা নেই কেন? যেটা পড়েননি তাহলে সেটা পছন্দের নাকি অপছন্দের বুঝবেন কিভাবে? অন্যে লেখাগুলি পছন্দের নয় কেন? আচ্ছা, কোনো লেখা লিখলে বা পড়লে কি হয়? কেউ কি দুই আনা দিবে এটা লিখলে?" হায়রে! এমন কিছু ব্যক্তি যারা লেখালেখিতে আগ্রহ রাখে। কিন্তু আশেপাশের মানুষের নানান প্রশ্নে ধামাচাপা পড়ে যায় তার সৃজনশীলতা। নষ্ট হয়ে যায় তার মনোভাব। আমার উল্লেখিত প্রশ্নগুলোর কোন কোন প্রশ্ন যে কোন নতুন লেখককে জীবনে একবার হলেও সম্মুখীন হতে হয়। তবে কেন? শুধুমাত্র এ কারণে যে, তার লেখালেখি পছন্দ না বা সাহিত্যের বিন্দুমাত্র তার ইচ্ছা নেই এমন মানু
Image
Literacy Moments      - MD Nazmul HV What to type, What to write, Is an unknown fight, Cause its so late night. Just hold the pen, Move my hand Don't care whats written Cause I know Everyword is creation. Mirror of my Mind, Reflects minds situation. Describe my passion. Some decisions Can be taken Though the words Have been written. Some problems Have solution In the words Have been written Some intentions Can be changed Some passions Can be managed. Though the words Have been written Don't care, what written. Cause I know Every word is creation. All are the parts of My literacy moments. #mdnazmulhv

মুগ্ধতার বসন্ত by MD Nazmul HV

Image
মুগ্ধতার বসন্ত -মোঃ নাজমুল হাসান ভূইয়াঁ বসন্তের মুগ্ধতা যখন বাড়তে থাকে আমি সাগর কবি শুরু করি তাতে কিছু ছন্দতা মিশাতে এমনিভাবে ধীরে-ধীরে বসন্তের মুগ্ধতা কাব্যতায় বদলাতে থাকে। মন-মুগ্ধতার সাথে ছন্দতা মিলিয়ে যে মোহময় কবিতাখানি আসে  কাব্য-প্রিয়রা যে সবচাইতে সেটাই ভালোবাসে। বসন্তের দিনে ফুল-পাখিরা হাসে রাতে নির্জনা কোলাহল ভাসে এমনি সময় ছন্দতা কার মুখে না আসে। হিম-শীতল থেকে ফুটে ওঠা প্রথম সৌন্দর্যের দৃষ্যটা  আমার কাছে সবচেয়ে লোভনীয় যদি পারতাম তা নিয়ে কিছু আকাবুকি-লিখালিখি করতে হয়তো এ সাগর কবি লোকসমাজে হতো সবচেয়ে বরনীয়। #কাব্যগ্রন্থ_কাব্যকথন #mdnazmulhv MD Nazmul HV # mdnazmulhv  # zirusbd