ভালোবাসবে কি? by MD Nazmul HV
 ভালোবাসবে কি?       মো নাজমুল হাসান ভূইয়া     হায় আমার কল্পনাগুলো   এসে আমার মনে আলপনা এঁকে যায়।   হায় আমার সব স্বপ্ন গুলো   কেমন যেন অগোছালো।     তুমি কাছে থাকলে, পাশে এসে বসলে    সব কেমন করে যেন, ঠিক হয়ে যায়।    তোমায় আমি তাইতো    এতো ভালোবাসি হায়,    কাছে রেখে শুধু তোমায় ভালোবাসতে চাই।     তোমার কেশ কালো ঐ চুল   তোমার রুপালি কানের দুল,   সব মিলিয়ে পাগল করেছো আমায়,   বলনা কেমন করে খুশি করব তোমায়    একটু-আদ্দুতো ভালোবাসো,   আচ্ছা ভালোবাসবে কি আমায়?     হায় আমারে কল্পনাগুলো   এসে আমার মনে আলপনা এঁকে যায়।   মন চায় শুধু তোমাতে মিশে যাই,   সব বিপদে যেন তোমার পাশে থাকি হায়।   মনের অগোছালো, মনভোলানো সপ্নগুলো,   শুধু তোমাকে পাশে রাখতে চায়,   তারা তোমায় নিয়ে একসাথে থাকতে চায়।     হায় আমার সব স্বপ্ন গুলো   কেমন যেন অগোছালো,   তুমি এসে ভালোবেসে তাদের একটু গুছিয়ে দিবে কি?   বলনা, আমায় একটু ভালোবাসবে কি?   তুমি আমার জীবন্তিকা হবে কি?      Instagram