
☆☆স্বপ্ন☆☆ স্বপ্ন গুলোকে দেখে দেখে শুধু বসে থাকবে কি এভাবে? চলনা, আজ ভালো কিছু করা যাক যা হবে তা পরে দেখা যাবে। হয়তো কবি গুরুর গীতাঞ্জলি আর নজরুলের বিদ্রোহ হতে পারব না, আবার হয়তো বঙ্গবন্ধুর বজ্রবানীও হতে পারব না। কিন্তু আমি, একজন আমি হতে পারবো। সকলের কাছে আমি, একজন একটি চরিত্র হতে পারব। আমাকে আমি হওয়ার যাত্রায়, পাশে পাবো কি তোমায়? হবে কি আমার কল্পনার রাণী? তুমি কি হবে আমার সেই তুমি? 🖋️ ~মো নাজমুল হাসান ভুইঁয়া ✌️💕