মুগ্ধতার বসন্ত by MD Nazmul HV
 মুগ্ধতার বসন্ত      -মোঃ নাজমুল হাসান ভূইয়াঁ   বসন্তের মুগ্ধতা যখন বাড়তে থাকে  আমি সাগর কবি শুরু করি তাতে কিছু ছন্দতা মিশাতে  এমনিভাবে ধীরে-ধীরে বসন্তের মুগ্ধতা কাব্যতায় বদলাতে থাকে।   মন-মুগ্ধতার সাথে ছন্দতা মিলিয়ে  যে মোহময় কবিতাখানি আসে   কাব্য-প্রিয়রা যে সবচাইতে সেটাই ভালোবাসে।   বসন্তের দিনে ফুল-পাখিরা হাসে  রাতে নির্জনা কোলাহল ভাসে  এমনি সময় ছন্দতা কার মুখে না আসে।   হিম-শীতল থেকে ফুটে ওঠা প্রথম সৌন্দর্যের দৃষ্যটা   আমার কাছে সবচেয়ে লোভনীয়  যদি পারতাম তা নিয়ে কিছু আকাবুকি-লিখালিখি করতে  হয়তো এ সাগর কবি লোকসমাজে হতো সবচেয়ে বরনীয়।   #কাব্যগ্রন্থ_কাব্যকথন  #mdnazmulhv   MD Nazmul HV                   # mdnazmulhv   # zirusbd